পোস্টগুলি

আগস্ট, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ব্যতিক্রম

 ব্যতিক্রম মানবিক গুণ ছাড়া মানুষ আমি  জন্মের পর পরিচয় পত্র পেয়েছি। যুদ্ধে আমি রত জন্ম থেকে  কিন্তু যুদ্ধ শুরু হয়েছে জন্মের ও আগে। আমি নতুন সৈনিক, নতুন উদ্যমে  জ্ঞান করি, যা আমার তাই ঠিক  অন্যের সবকিছু ভুল  যদিও মানুষ তারা। আমি করিনিকো যাচাই আমার কিছু  আ‌মি ব‌্যতিব্যস্ত ভুল খুজতে অন্যের। শুনতে নারাজ বৈসাদৃশ্য কোন কিছু  টগবগিয়ে ওঠে রক্ত কোন কিছু বোঝার আগে বিচারের আগে আমি শাস্তি দেই নিরপরাধিকে। আমি কখনো বুঝিনি, করিগো অপমান নিজেকে  সাম্যের বুলি আমি মুখে আওড়াই  অন্তর মোর বিষে পরিপূর্ণ। স্বজাতি আমার ভাই, সেখানেও বিভোজন  পরিস্থিতি অনুযায়ী সবাই আপন  পরিস্থিতি অনুযায়ী শত্রু। টাকা, পরিশ্রম, সময় দিয়ে কাগজে কিনছি  কাগজের কথা বোঝার সামর্থ্য নেই। হিংসায় পরিপূর্ণ বিশ্ব  সহনশীলতার বড় অভাব ভালোবাসা শুধু অভিনয়। নিজেকে আমি মহাজ্ঞানী ভাবি  বুঝার আগেই সব জায়গায় মন্তব্য করি।  যদি দেখি বিষয়টা আমার স্বার্থের   তো সমর্থন চোখ বু‌জে।  আর যদি হয় ব্যতিক্রম  ওসব লোক দেখানো, সমাজ নষ্টের কারণ।  আম...