পোস্টগুলি

অক্টোবর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

স্বপ্ন

ছবি
আজকের ইন্টারভিউ টি সহ আজ প্রর্যন্ত ২৭ টি  ইন্টারভিউ দিলাম এই ১.৫ বছরে। কিন্তু ১টি চাকুরি ও পেলাম না।ভার্সিটিতে  থাকতে বন্ধুরা বলতো, সবার আগে নাকি আমার চাকুরি হবে, কারণ আমার সিজিপিএ মোটামুটি ভালই ছিল। কিন্তু আজকের দিনের বাস্তবতা, আমি ছাড়া প্রায় সবারই চাকুরি হয়ে গেছে।  আমার  যে মামা খালু নেই, ঘুষ দেওয়ার মত ও সামর্থ্য নেই।  কি হবে ভাল সিজিপিএ দিয়ে! আমার ব্যাচের যে ছেলেটা সকালে বাইক অথবা প্রাইভেট কার নিয়ে ভার্সিটিতে আসত,  লেখাপড়া  না করে গার্লফ্রেন্ড নিয়ে সারাক্ষ্ণ ঘুরাঘুরি করত, পরীক্ষার সময় নকল অথবা বন্ধুদের সাহায্য নিয়ে পাস করতো, সে ও আজ একটা ভাল চাকুরি পেয়েছে। আমার বাবা মা অল্প শিক্ষিত, আমি স্কুল থেকে দেখেছি তারা তাদের সব শখ বাদ দিয়ে আমাদের তিন ভাইকে কিভাবে মানুষ করেছে। কখনই  আমরা কোন অভাব বুঝতে পারিনি,  এর পেছনে যে এত ত্যাগ , মনে করলেই কান্না পায়। সাধারণত স্বপ্ন দেখে ছেলেমেয়ে বড় হলে তাদের সব কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু শতকরা কতজনের স্বপ্ন পূরণ হয়! সন্তানেরা ভাল পর্যায়ে যেতে যেতে অনেক সময় পার  হয়ে যায়। ততদিনে মা বাবা আর একবার নিরব...