স্বপ্ন




convocation hd pic এর ছবি ফলাফল



আজকের ইন্টারভিউ টি সহ আজ প্রর্যন্ত ২৭ টি  ইন্টারভিউ দিলাম এই ১.৫ বছরে। কিন্তু ১টি চাকুরি ও পেলাম না।ভার্সিটিতে  থাকতে বন্ধুরা বলতো, সবার আগে নাকি আমার চাকুরি হবে, কারণ আমার সিজিপিএ মোটামুটি ভালই ছিল। কিন্তু আজকের দিনের বাস্তবতা, আমি ছাড়া প্রায় সবারই চাকুরি হয়ে গেছে।  আমার  যে মামা খালু নেই, ঘুষ দেওয়ার মত ও সামর্থ্য নেই।  কি হবে ভাল সিজিপিএ দিয়ে! আমার ব্যাচের যে ছেলেটা সকালে বাইক অথবা প্রাইভেট কার নিয়ে ভার্সিটিতে আসত,  লেখাপড়া  না করে গার্লফ্রেন্ড নিয়ে সারাক্ষ্ণ ঘুরাঘুরি করত, পরীক্ষার সময় নকল অথবা বন্ধুদের সাহায্য নিয়ে পাস করতো, সে ও আজ একটা ভাল চাকুরি পেয়েছে।

আমার বাবা মা অল্প শিক্ষিত, আমি স্কুল থেকে দেখেছি তারা তাদের সব শখ বাদ দিয়ে আমাদের তিন ভাইকে কিভাবে মানুষ করেছে। কখনই  আমরা কোন অভাব বুঝতে পারিনি,  এর পেছনে যে এত ত্যাগ , মনে করলেই কান্না পায়। সাধারণত স্বপ্ন দেখে ছেলেমেয়ে বড় হলে তাদের সব কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু শতকরা কতজনের স্বপ্ন পূরণ হয়! সন্তানেরা ভাল পর্যায়ে যেতে যেতে অনেক সময় পার  হয়ে যায়। ততদিনে মা বাবা আর একবার নিরবে কষ্টের সাগর পাড়ি দেয়।  বুড়ো বয়সে টাকা আয় করে কি করবো, যদি না মা বাবা কে সেই টাকা দিয়ে  স্ব‌চ্ছল একটা জীবন  উপহার দিতে না পারলাম।

হয়তো আমিও কোন একদিন একটা চাকুরি পেয়ে যাব। তারপর নিজেকে সফল করার নামে দুর্ণীতি শুরু করে নিজের  ব্যাংকে টাকার পরিমাণ পাহাড় সমান করবো।  অবশেষে একজন অযোগ্য লোককে স্বজনপ্রীতি দেখিয়ে , মূল্যবাণ একটা চেয়ারে বসিয়ে দেব, টাকার বিনিময়ে। দেশের কি হবে তাতে আমার কি , আমি নিজে ভাল থাকলেই সবকিছু ভাল। আমাকে কেউ জিজ্ঞাসা করলে বলে দেব আমার কি দোষ আমি তো এই সমাজ থেকেই শিখেছি  সবকিছু।

এদেশে তো উচ্চ শিক্ষিত মানুষের তো কোন অভাব নেই।কত কত পিএইচডি  ডিগ্রী নিয়ে বসে আছে। তবে দেশের এই হাল কেন? উন্নত দেশ গুলোর দিকে তাকালে কি কিছু দেখতে পারি না! আসলে দেখি তো , যারা দেখলে কোন কাজ নেই, তারা দেখি। আসলে আমাদের এইদেশে থাকারই যোগ্যতা  নেই, কারণ আমারা দেশকে ভালবাসি না।


স্বপ্ন দেখি একদিন সবকিছু পালটে যাবে।  যেদিন মানুষ স্বপ্ন ভংগের জন্য কাঁদবে না।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হুজুগে বাঙালি