হুজুগে বাঙালি

পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে , বুদ্ধিমান আর বোকা। অধিকাংশ মানুষ বোকার ঘরে পড়ে থাকে।
কারণ একটা ই তারা নিজের জিবন নিয়ে কখন চিন্তা করার সুজোগ পাইনি। তারা অন্যের উপদেশ শুনতে শুনতেই জিবন পার করে দেয়। জাতির দিক থেকে বিবেচনা করলে বাঙালি জাতি অন্যতম।
প্রথমেই আমাদের জীবন চক্রটা বলি।
জন্ম --পড়াশুনা--চাকুরি---বিবাহ-- বৃদ্ধ
আমরা শুধুই অন্যদের জিবনের সাফল্য পড়েই সময় পার করেদিলাম। স্বপ্ন কখনও পুরণ করার সুজোগ পাইনা।
আচ্ছা, আমাদের দেশে তো শিক্ষিত মানুষ কম নেই। তারা কি করে? তারা কি শুধুমাত্র নিজদের কথা চিন্তা করবে! তাদের কি এই সমাজের প্রতি কোনো দায়িত্ব নেই। ভাবতেই তো কেমন লাগে। এদের এতো বড়ো বড়ো ডিগ্রি দিয়ে কি করবে?
কোন দিকে তাকাবো সব দিকেই তো সমস্যা। লেখাপড়ার যে মান দাড়িয়েছে তাতে করে , এই পড়ালেখার কোন মানে হয় না। এখনকার সব থেকে লাভজনক ব্যবসা হল শিক্ষা ব্যবসা।
দুর্ণীতির কথা না ই বললাম, সেটা সবাই জানে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন