সন্ত্রাসী মুসলিম






islam hd pic for pc, islam is religion of peace এর ছবি ফলাফল

পুরো পৃথিবীতে যদি অপরিবর্তনীয় একটা ধর্মীয়  গ্রন্থ থাকে তবে কোরান শরীফ আছে। শত শত বছর ধরে  মুসলিমদের নামে তো অনেক অপবাদ দিয়েছে। কোনটাই কি প্রমাণ করতে পেরেছে? না পারেনি তবে কিসের এত বাহাদুরি ঐসব বাতিলদের!

সব সময় শুনতেছি মুসলিমরা নাকি জংগী, সন্ত্রাসী। কেউ কি প্রমাণ করতে পেরেছে যারা এসব করছে তারা মুসলিম? না পারেনি।  এখন কেউ যদি বলে তারা মুসলিম, তাদের সুন্নতে খৎনা  হয়েছে এবং জন্ম মুসলিম পরিবারে। এর উত্তরে আমি বলতে চাই, সুন্নতে খৎনা বা মুসলিম পরিবারে জন্ম নিয়েও, কেউ ইসলাম পালন না করে কেউ মুসলমান হতে পারে না।মুসলিম হতে হলে অবশ্যই ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে। 

আর ইসলাম কখনও বলেনা সন্ত্রাসী করতে। ইসলাম হল শান্তির ধর্ম। পৃথিবীর দিকে তাকালে মনে হয়, এখানে ২টা ধর্ম আছে। মুসলিম আর অমুসলিম। অন্য সব ধর্ম যেন ইসলামের বিপক্ষে।আমরা তো কারো বাড়া ভাতে ছাই দিতে যাইনা। তবে কেন আমাদের সাথে এমন হবে। 

বর্তমানে তো আমাদের ধর্ম আমরা ঠিক ভাবে পালন করতে পারছিনা। আমদের দাড়ি রাখলে সমস্যা, পাঞ্জাবি, টুপি পড়লে সমস্যা। আরে ভাই আমরা কি অন্য কোন ধর্মে নাক গলাতে যাই! তবে আমাদের ধর্মে কেন আপনারা নাক গলাতে আসেন? 

রাস্তা ঘাটে , বিমানে, বাসে, সবখানে মুসলমানদের উপর একটা অতিরিক্ত  চেক করা হয়। ভাই এমন হেনস্থা যদি আপনাদের সাথে হত তবে বুঝতেন। কেমন মজা। 

মুসলিমরা সন্ত্রাসী করেছে , ভাই কোথায় করেছে?  ভাই আপনি তো বুদ্ধির জাহাজ , এটুকু বোঝেন । কিন্তু কেন করেছে , সেই ইতিহাসটা বোঝেন না? নাকি বুঝতে চান না?

পুরো পৃথিবী কি দেখেনা, কি ঘটছে, নাকি দেখতে চায় না? মাও সে তুং ১৪ থেকে ২০ মিলিয়ন, অশোকা ( কালিংগা বেটল) ১ লক্ষ, মুসলিনি ৪ লক্ষ, হিটলার ৬০ লক্ষ,জর্জ বব্লিও বুশ ১.৫ মিলিয়ন ,জোসেফ স্টালিন  ২০ মিলিয়ন মানুষ হত্যা করেছে  এবং ১৪.৫ মিলিয়ন মানুষ অসুস্থ হয়ে ধুকে ধুকে মারে গেছে। যারা বলে মুসলমানরা সন্ত্রাসী তারা কি এগুলো চোখে দেখেনা?

 ভাই মানুষ যদি হন , তাহলে সবকিছু মনুষ্যত্ব  দিয়ে বিচার করুন। সে আপনি যে ধর্মেরই হোন না কেন। আমি বিশ্বাস করি আপনার ধর্ম অন্যেকে মিথ্যা অপবাদ দেওয়া থেকে অন্তত বিরত থাকতে বলেছে।

এটুকু অন্তত ভুলে  যাবেন না, আমরা ও এই পৃথিবীতে বাস করি, ভিন কোন গ্রহ থেকে উড়ে আসিনি।
আপনি আপনার ধর্ম পালন করুন , আর আমাদের শান্তিতে থাকতে দিন।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বপ্ন

হুজুগে বাঙালি